
প্রকাশিত: Tue, Dec 20, 2022 4:10 PM আপডেট: Tue, Jul 1, 2025 3:31 PM
মেসি পরলেন বগুড়ার তৈরি পোশাক
আইনুর ইসলাম: রাজকীয় পোশাক ‘বেস্ত’ রপ্তানি হয় সৌদি আরব, কাতারসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। প্রতিটি ‘ বেস্ত’নকশাভেদে সেখানে ৮০ হাজার থেকে ২ লাখ টাকায় বিক্রি হয়।
এবার এই পোশাক উঠলো বিশ্বকাপ ফুটবল ২০২২ এর বিশ্বকাপ জয়ী দল আর্জেন্টিনার দলপতি লিওনেল মেসির গায়ে। কাতারে বিশ্ব চ্যাম্পিয়ন দলের অধিনায়ক মেসির গায়ে এই রাজকীয় পোশাকটি পরিয়ে দেন শেখ তামিম।
বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নের শিকারপুর পূর্বপাড়ায় ‘ বেস্ত আল নূর’ নামে কারখানা গড়ে উঠেছে। এখানে এই এলাকার নারী-পুরুষ মিলে ৩০ জন শ্রমিক কাজ করছেন। তাদেরই একজন সাকিব। ‘কাচামালা’ কাপড় থেকে পূর্ণ একটি ‘বেস্ত’ তৈরি হতে ছয়টি ধাপ পার করতে হয়। তার মধ্যে একটি ধাপ ‘মাসকারে’ বিশেষভাবে দক্ষ তিনি। তবে গত তিন বছরে অন্যান্য কাজও শিখেছেন দারুণ নৈপুণ্যের সঙ্গে।
মধ্যপ্রাচ্যের ধনী দেশগুলোর রাজা-বাদশাদের ঐহিত্যবাহী পোশাক ‘বেস্ত’। এই পোশাকের চাহিদা ইসলামী দেশগুলোতে বেশি। প্রায় ১৩ বছর আগে নিজ বাড়িতে ‘ বেস্ত আল নূর’ নামে একটি কারখানা গড়ে তোলেন নূর আলম নামের একজন প্রবাসী।
নূর আলমের এই পোশাক কারখানা গড়ে তোলার গল্পটাও ভিন্ন। প্রায় ২০ বছর আগে শ্রমিক হিসেবে সৌদি আরবে ছিলেন নূর আলম। সেখানে বিশেষ ধরনের এই পোশাক তৈরি কারখানায় কাজ করেন তিনি। পাতলা কাপড়ে বিভিন্ন ধরনের সুতা দিয়ে নকশা করা তার কাজ ছিল। এক পর্যায়ে ‘বেস্ত’ তৈরিতে হাতের কাজের সবগুলোতে দক্ষ হয়ে ওঠেন তিনি। সৌদিতে থাকার কয়েক বছর পর নূর আলম কাতারে যান। সেখানেও নূর আলম এই বিশেষ ধরনের পোশাক তৈরির কারখানায় কাজ শুরু করেন।
পরে সেখানকার মালিককে প্রস্তাব দেন, এমন একটি কারখানা তিনি বাংলাদেশে স্থাপন করতে চান। দেশে কমমূল্যের শ্রমিক দিয়ে কাজ করাতে চান। তখন তার কাতারের তৎকালীন মালিক রাজি হলে দেশে এসে নূর আলমসহ ১০ জন শ্রমিক মিলে বেস্ত তৈরির কাজ শুরু করেন।
বগুড়া বিসিকের উপ-মহাব্যবস্থাপক একেএম মাহফুজুর রহমান বলেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ও ব্যবসায়ীদের ছোট পরিসরে ঋণ দেওয়া, একইসঙ্গে মাঝে মাঝে পাঁচদিনব্যাপী প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। খুব দ্রুত ওই পোশাক কারখানা পরিদর্শন করে শ্রমিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
‘বেস্ত আল নূর’ কোম্পানির পরিচালক রবিউল ইসলাম বর্তমানে কাতারের দোহায় অবস্থান করছেন। তিনি ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন, বেস্ত আল নূরের তৈরি পোশাক মেসির গায়ে পরানো হয়েছে। সম্পাদনা: খালিদ আহমেদ
আরও সংবাদ
[১]অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টি আইনে ২৮ রানে হারলো বাংলাদেশ
[১]আজ বিশ্বকাপের সুপার এইটে ভারতের মুখোমুখি বাংলাদেশ
[১]ভয় কাটিয়ে জয় দক্ষিণ আফ্রিকার
[১]বিশ্বকাপ ক্রিকেটে আজ ভারত ও পাকিস্তান মহারণ
[১]বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে টানা চতুর্থবার শিরোপা জিতলো বাংলাদেশ
[১]যুক্তরাষ্ট্রে আজ পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের [২]স্বাগতিকদের বিরুদ্ধে মুখোমুখি কানাডা

[১]অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টি আইনে ২৮ রানে হারলো বাংলাদেশ

[১]আজ বিশ্বকাপের সুপার এইটে ভারতের মুখোমুখি বাংলাদেশ

[১]ভয় কাটিয়ে জয় দক্ষিণ আফ্রিকার

[১]বিশ্বকাপ ক্রিকেটে আজ ভারত ও পাকিস্তান মহারণ

[১]বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে টানা চতুর্থবার শিরোপা জিতলো বাংলাদেশ
